সাহিত্যিক আবদুল হাকিম আর নেই

বিশিষ্ট সাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম মারা গেছেন। পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে।

রাজধানীর মাদারটেকের বাসায় আজ শনিবার দুপুর ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

আবদুল হাকিমের বড় মেয়ে সাজিয়া হাকিম জানান, ‘বাবা ব্রঙ্কাইটিসে আক্রান্ত ছিলেন। দুপুর ১টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু, হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।’

সেবা প্রকাশনীর জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টির মতো বইয়ের লেখক আবদুল হাকিম। তবে, সিরিজের নিয়ম অনুযায়ী প্রকাশ হয়েছে মাসুদ রানা চরিত্রের স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের নামে।

‘মাসুদ রানা’ ছাড়াও রোমান্টিক, অ্যাডভেঞ্চার-সহ নানান স্বাদের বই উপহার দিয়েছেন আবদুল হাকিম। গত বছর ‘মাসুদ রানা’র ২৬০টি বইয়ের কপিরাইট স্বত্ব নিয়ে আলোচনায় আসেন তিনি। ওই সময় কপিরাইট অফিস তাঁর পক্ষে রায় দিলেও কাজী আনোয়ার হোসেনের আপিলের পর বিষয়টি বিচারাধীন রয়েছে।