সাহিত্যিক, গবেষক ও কলামিস্ট ফরহাদ মজহারকে খুঁজে পাওয়া যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক : সাহিত্যিক, গবেষক ও কলামিস্ট ফরহাদ মজহারকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।

ফরহাদ মজহারের পরিবার অভিযোগ করছে যে, তাকে কেউ অপহরণ করেছে। এজন্য তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

ফরহাদ মজহার আদাবর থানাধীন মোহাম্মদপুর এলাকায় স্ত্রী ফরিদা হকের সঙ্গে থাকতেন। ওই বাসায় তিনি ও তার স্ত্রী ছাড়া অন্য কেউ থাকেন না।

ফরহাদ মজহারের পরিবারের বরাত দিয়ে আদাবর থানার উপ-পরিদর্শক মোহসিন আলী জানান, ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে অপরিচিত কারো ফোন পেয়ে বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এর পর থেকে তার মোবাইলে সংযোগ পাওয়া যাচ্ছে না। সকাল ৯টার দিকে ফরহাদ মজহার তার স্ত্রীকে ফোন দিয়ে বলেন, কেউ তাকে অপহরণ করেছে এবং ৩৫ লাখ টাকা দাবি করছে। এরপর ফরহাদ মজহারের স্ত্রী লোক মারফত থানায় খবর পাঠান।

মোহসিন আলী বলেন, এ বিষয়ে এখনো থানায় অভিযোগ দায়ের করা হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে অভিযোগ দায়ের করা হবে।

তবে এ বিষয়ে ফরহাদ মজহারের পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।