ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকার মালামাল এবং আহত হয়ে দুইজন হাসপাতালে

সিংগাইরে দাহ্য-পদার্থের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিংগাইর প্রতিনিধি মোঃ জাকির হোসেন, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া বাসস্ট্যান্ডে “মালেক এন্টারপ্রাইজ” নামক দোকানে আগুন লেগে রবিবার দুপুর আনুমানিক বারোটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দোকানের ভেতরে থাকা মালেক এন্টারপ্রাইজ এর মালিক মোঃ মালেক হোসেন এর বাবা মোঃ নিজাম উদ্দিন (৭০) এবং কর্মচারী মোঃ শাহিনুর রহমান(৩৫) সহ দুই জন আহত হয়। এদের উদ্ধার করে ঢাকা  মেডিকেল কলেজের বার্ণ-ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে পুড়ে সম্ভাব্য ক্ষতির পরিমান প্রায় দেড় কোটি টাকার মালামাল।
প্রত্যক্ষদর্শী সাবেক ইউ পি সদস্য আজির উদ্দিন(৪০) জানায়, রবিবার দুপুর আনুমানিক বারোটার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া বাসস্ট্যান্ডের পাশে “মালেক এন্টারপ্রাইজ” এর মালিক মোঃ মালেক হোসেনের দাহ্য পদার্থের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আটকে পড়া দোকানের কর্মচারী মোঃ শাহিনুর হোসেন(৩৫) সহ মোঃ মালেক হোসেনের বাবা মোঃ নিজাম উদ্দিন(৭০) আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়।
মোঃ রিপন হোসেন(৪২) নামে অপর প্রত্যক্ষদর্শী জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ আগুন নেভানোর জন্য চেষ্টা চালাতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস মানিকগঞ্জ এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর তারা আগুন নেভাতে সক্ষম হয়।
আগুন নেভাতে আসা অন্যান্য প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরের দিকে আনুমানিক বারোটার সময় মালেক এন্টারপ্রাইজ এর ডিজেল পেট্রোল এর দোকানে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় পাশের তিনটি বাড়ি সহ আগুন লেগে যায়। ডাঃ আবুল হোসেনের(৫০) এর একমাত্র থাকার ঘরও এ সময় পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দগ্ধ অবস্থায় আহত দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন আশঙ্কাজনক।
 সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা, এবং উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মেহের নিগার সুলতানা উদ্ধার অভিযান চলাকালে  উপস্থিত ছিলেন। এ সময় প্রশাসনের উর্ধত্বন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথমিকভাবে বৈদ্যুতিক স্বর্ট-সার্কিট লেগে এ অগ্নিকান্ডের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত অগ্নিকান্ডের প্রকৃত সুত্রপাত এখনো জানা যায়নি
সিংগাইর উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান উদ্ধার অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকান্ডে ক্ষতি-গ্রস্থদের সান্ত্বনা প্রদান করেন।