সিংড়ায় বন্যাকবলিতদের মাঝে সেনাবাহিনীর খবার পানি সরবরাহ

সেনাবাহিনীর খবার পানি সরবরাহ

সেনাবাহিনীর উদ্যোগে নাটোরের সিংড়ায় বন্যা কবলিত মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে সিংড়া উপজেলার বিলহালতি কলেজের আশ্রয় কেন্দ্রে পানি বিশুদ্ধকরণ যন্ত্র স্থাপন করে ৪ ইঞ্জিনিয়ারর্স ও ১৭ প্যারা পদাতিক ব্যাটেলিয়নের সদস্যরা। সেখানে আশ্রয় নেয়া দেড় শতাধিক পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করে সেনাবাহিনী।

এসময় মেজর কামরুল ইসলাম ও ক্যাপ্টেন সাফায়াতসহ সেনাবাহিনীর সংশ্লিষ্ট ব্যাটেলিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর বগুড়াস্থ ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে চালানো হয় এ কর্মসূচী।