‘সিগারেট কোম্পানিগুলো ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে’

নিজস্ব প্রতিবেদক : তামাক কোম্পানিগুলো সিগারেট, বিড়িসহ বিভিন্ন ধরনের তামাকজাত দ্রব্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বাংলাদেশ তামাকবিরোধী জোটের নেতারা এ কথা বলেন।

বক্তারা বলেন, যেকোনো পণ্য কেনার সময় পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বিদ্যমান উপাদানের নাম জানা জরুরি। কিন্তু তামাক কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে ভোক্তাদের সঙ্গে এ বিষয়ে প্রতারণা করে আসছে। যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

তারা অবিলম্বে সব তামাকজাত দ্রব্যের মোড়কে উপাদান, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখার বিধান বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে গ্রিন মাইন্ড সোসাইটির নির্বাহী পরিচালক আমির হাসান, টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্স সেলের প্রকল্প পরিচালক ফারহানা জামান লিজা, ডব্লিউবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান ছিলেন।