সিডনিতে করোনায় বাংলাদেশির মৃত্যু

অস্ট্রেলিয়ার সিডনিতে এই প্রথম করোনায় বাংলাদেশি একজনের মৃত্যু হয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে সিডনির প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। তবে প্রতিদিনই আক্রান্তের হার বাড়তে থাকায় নতুন করে সিডনিতে লকডাউনসহ সংক্রমণের হটস্পট এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

অস্ট্রেলিয়াতে ৯৭৫ জন করোনায় মারা গেলেও এর আগে কোন বাংলাদেশি মারা যায়নি। সিডনিতে এই প্রথম কোন বাংলাদেশি করোনায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার(২০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় ছয়টাই ৬৭ বছর বয়স্ক মোহাম্মদ জুলফিকার করোনায় আক্রান্ত হয়ে মারা যান বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

মোহাম্মদ জুলফিকার সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকায় নিজের ছেলের সাথে থাকতেন। কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে সেখানে অন্য রোগীদের মাধ্যমে সংক্রমিত হন বলে জানানো হয়েছে।

সিডনিতে গত এক মাসে করোনায় মারা গেছে ৬০ জনেরও বেশি মানুষ।

বাংলাদেশি কয়েকটি পরিবার এই মূহুর্তে সংক্রমিত অবস্থায় আছে বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার সিডনি,মেলবোর্ন,ক্যানবেরা এই মুহুর্তে লকডাউন রয়েছে।