সিডনির সেঞ্চুরিতে ওয়ার্নারের যত রেকর্ড

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে ওপেনিংয়ে নেমে প্রথম সেশনে লাঞ্চ বিরতির আগেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার। ঘরের মাঠে লাঞ্চের আগেই এমন সেঞ্চুরিতে বেশকটি রেকর্ড গড়েছেন করেছেন এ অসি ওপেনার। নিচে সংখ্যায় সংখ্যায় সেগুলো দেখানো হল।

প্রথম সেশনে লাঞ্চ বিরতির আগেই সেঞ্চুরি করা ওয়ার্নার ক্রিকেট ইতিহাসের পঞ্চম ব্যাটসম্যান। ১৯৭৬ সালের পর এই প্রথম এমন কীর্তি গড়লেন ওয়ার্নার। নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে সবশেষ এমন সেঞ্চুর হাঁকিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার মজিদ খান।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টেস্টে এই প্রথম এমন কীর্তি গড়লেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ায় এর আগে ৪১০ টেস্ট খেলা হলেও কেউ এমন রেকর্ড গড়তে পারেননি। সিডনিতে মাত্র ১১৭ মিনিটেই এমন মাইলফলকে পৌঁছলেন ওয়ার্নার।

প্রথম ইনিংসে লাঞ্চের আগে সেঞ্চুরি করা ওয়ার্নার অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটসম্যান। তার আগে ভিক্টর ট্রাম্পার (ম্যানচেস্টার , ১৯০২) চার্লি ম্যাকার্টনি (লিডস, ১৯২৬) এবং স্যার ডন ব্র্যাডম্যান (লিডস, ১৯৩০) লাঞ্চের আগে বিদেশের মাটিতে সেঞ্চুরি  হাঁকান। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এ তিনজনই নিউসাউথ ওয়েলসে জন্মগ্রহণ করেন।

১৭

পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে প্রথম ঘন্টায় মাত্র ৪২ বলে সেঞ্চুরি হাঁকান ওয়ার্নার। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে ১৭বার ৫০ কিংবা কম বলে হাফ সেঞ্চুরি করেন ওয়ার্নার। ভারতের বীরেন্দ্র শেবাগ সর্বোচ্চ ২০বার এমন কীর্তি গড়ে কেবল তার উপরে রয়েছেন।

১৮

সিডনিতে সেঞ্চুরির ফলে ক্যারিয়ারে ১৮তম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক ওয়ার্নার। ২০১১ সালে অভিষেকের পর থেকে বিশ্বের আর কোনো ব্যাটসম্যান এত দ্রুত এত বেশি সেঞ্চুরি করতে পারেননি।

২৩২৩

১৮তম সেঞ্চুরির মধ্য দিয়ে জাস্টিন ল্যাঙ্গারকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার পঞ্চম অন্যতম সফল ওপেনিং ব্যাটসম্যান হলেন ওয়ার্নার।২৩২৩ ডেলিভারির মধ্য দিয়ে ল্যাঙ্গারের ৫ হাজার ১১২ রানের মার্ককে ছাড়িয়ে গেছেন তিনি।