সিডনি থান্ডারের মুখোমুখি হয় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ায় আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সিডনি থান্ডারের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করেছে বিসিবি একাদশ। জয়ের জন্য সিডনি থান্ডারকে করতে হবে ১২২ রান।

এর আগে সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সিডনিতে ওই আত্মবিশ্বাস নিয়ে আজ মাঠে নামলেও বাংলাদেশের শুরুটা ছিল চরম হতাশারা। দলীয় ২৭ রানেই টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে যায় দলটি।

গত ম্যাচে দেশসেরা ওপেনার তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুস্তাফিজকে ছাড়াই জয় পেয়েছিল বিসিবি একাদশ। আজ সিডনি থান্ডারের বিপক্ষে নেতৃত্বের ভূমিকায় ছিলেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তার সঙ্গে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদও। অভিজ্ঞদের অভাবে তাই দলীয় সংগ্রহ খুব বেশি বড় করতে পারেনি বিসিবি একাদশ।

অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প শেষে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেখানে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদেরে বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে টাইগারদের।