সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির চেয়ারম্যান নানসের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির চেয়ারম্যান ডেভিড নানস পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি সাময়িকভাবে তার পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

নানসের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ উঠেছে, দুই সপ্তাহ আগে হোয়াইট হাউসের সঙ্গে আলোচনার সময় গোপন তথ্য প্রকাশের নীতি লঙ্ঘন করেছেন তিনি।

এক বিবৃতিতে নানস বলেছেন, ‘আমি বিশ্বাস করি গোয়েন্দা বিষয়ক কমিটি ও কংগ্রেসের স্বার্থে আমার জন্য মাইক কনওয়ে, সহকারী হিসেবে সিনেটের টেরি গোডি ও রম রুনি সাময়িকভাবে রাশিয়ার বিষয়ে তদন্ত কাজ চালিয়ে যাবেন। একই সময় সিনেটের ইথিকস কমিটি এটি দেখভাল করবে।’

তিনি বলেন, আমি কমিটি চেয়ারম্যান হিসেবে আমার অন্য দায়িত্ব পালন করে যাব।’

এসময় নানস দাবি করেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটির গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিলারিকে পরাজিত করতে কাজ করেছে রুশ হ্যাকাররা। এছাড়া রুশ কর্তৃপক্ষ ট্রাম্পের পক্ষে কাজ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। এরপরই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটি। গত মাসে গোয়েন্দা কমিটির প্রধান ডেভিড নানস অবশ্য বলেছিলেন, ‘এখন পর্যন্ত এ সংক্রান্ত যেসব নথিপত্র পেয়েছি, তাতে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প কিংবা তার প্রচার শিবিরের ক্রেমলিনের সঙ্গে যোগসাজশের কোনো প্রমাণ মেলেনি।’