সিনেমায় আর গান গাইবেন না লতা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। তার মধুর কণ্ঠে জয় করেছেন লাখ লাখ ভক্তের হৃদয়। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে এক হাজারেরও বেশি ভারতীয় হিন্দি সিনেমায় গান গেয়েছেন। ৩৬টির বেশি ভাষার গানে কন্ঠ দিয়েছেন এ কিংবদন্তি সংগীতশিল্পী। পুরস্কারস্বরূপ পেয়েছেন ভারতরত্নের মতো সম্মানজনক খেতাব। তবে সিনেমায় আর গান গাইবেন না তিনি।

সম্প্রতি বাবা পন্ডিত দীনানাথ মঙ্গেশকরের ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান লতা মঙ্গেশকর। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে লতা মঙ্গেশকর বলেন, ‘আমি আজকেও গান করেছি। তবে আমি আর সিনেমার জন্য গান গাই না। এখন আমি ভক্তিমূলক গানকেই প্রাধান্য দিই। বর্তমান সময়ের বলিউড গান আমার সঙ্গে মানায় না। মানুষ এগুলো পছন্দ করে, তাই এটি নিয়ে মন্তব্য বা সমালোচনা করতে চাই না।’

১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে প্রথম প্লেব্যাক করেন লতা মাঙ্গেশকর। ২০১৫ সালে ডুন্নো ওয়াই টু সিনেমায় সর্বশেষ গান গেয়েছেন তিনি।