সিরাজগঞ্জে গ্রেপ্তার জেএমবি সদস্যরা ৩ দিনের রিমান্ডে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে তুলে প্রত্যেককে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে তিনদিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামের আবু বকর সিদ্দিদের তিন ছেলে মো. সানাউল্লাহ (৪৫), লিয়াকত উল্লাহ (৩৭) ও মো. বরকতুল্লাহ (৩০)।

এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে বগুড়া ও সিরাজগঞ্জে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওহেদুজ্জামান জানান, জেএমবির এই তিন সদস্য জঙ্গি তৎপরতার অংশ হিসেবে হাটিকুমরুলে অবস্থান করছে তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়। আদালত দিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।