সিরিজ জিতে নিয়েছে ইংলিশরা

ক্রীড়া ডেস্ক : স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল রাতে মুখোমুখি হয় ইংল্যান্ড। অ্যান্টিগুয়ায় এই ম্যাচে ৪ উইকেটে জিতে তিন ম্যাচ ওয়ানডেতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ইংলিশরা।

স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান করেন জেসন মোহাম্মদ। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে ওপেনার ক্রেইগ ব্রেথওয়েটের ব্যাট থেকে। এছাড়া জনাথন কার্টার ৩৯ ও কার্লোস ব্রেথওয়েট ২৩ রানে আউট হয়েছেন।

ইংল্যান্ডের হয়ে বল হাতে লিয়াম প্লাঙ্কিত ৩টি উইকেট নেন। স্টিভেন ফিন ও আদিল রশিদ পান ২টি করে উইকেট।এছাড়া একটি করে উইকেট নেন বেন স্টোকস ও মঈন আলী।

২২৫ রানের জবাবে খেলতে নেমে জো রুট ও ক্রিস ওকসের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইয়ন মরগান বাহিনী।

জো রুটের ৯০ রানের ইনিংসই ইংলিশদের জয়ে বড় ভূমিকা রাখে।মাঝপথে উইকেট হারিয়ে কিছুটা ছন্দহীন হলেও শেষ দিকে হাল ধরেন পেস বোলিং অলরাউন্ডার ওকস। তিনি ৬৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার জেসন রয় ৫২ রান করেন। শেষপর্যন্ত ৪৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় পেয়ে যায় ইংল্যান্ড।

স্বাগতিক ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট পান অ্যাসলে নার্স। স্পিনার দেবেন্দ্র বিশু পান দুটি উইকেট।