সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় সময় রোববার রাতে রাজধানী দামেস্কে ওই হামলা চালানো হয়।

সোমবার (১ মার্চ) সামরিক বাহিনীর বরাত দিয়ে সিরিয়ার গণমাধ্যম জানায়, ইসরাইল অধিকৃত গোলান মালভূমি থেকে ইসরাইলি বাহিনীর ছোড়া বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করেছে সিরীয় বাহিনী।

এ হামলার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাকি জঙ্গিদের ওপর মার্কিন সেনাদের রকেট হামলার কয়েক দিনের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরাইল।