সিরিয়ায় রকেট হামলা, আল কায়েদা নেতা আবু হামজাকে হত্যার দাবি

সিরিয়ায় রকেট হামলা চালিয়ে আল কায়েদা নেতা আবু হামজাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

গণমাধ্যম জানায়, সোমবার (২৭ জুন) দেশটির ইদলিব প্রদেশে অভিযান চালানো হয়। হামজা মোটরসাইকেল চালিয়ে এলে তাকে লক্ষ্য করে দুটি হামলা চালানো হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তার লাশ ইদলিবের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন মধ্যপ্রাচ্যে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। আবু হামজা না থাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর সংগঠনটির আক্রমণ বাধাগ্রস্ত হবে বলেও জানান তিনি। খবর আল জাজিরার।

সিরিয়ান বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা টুইটের মাধ্যমে জানায়, হামলাটি আবু হামজাহ আল ইয়েমেনিকে লক্ষ্য করে চালানো হয়েছে। এ সময় তিনি মোটরসাইকেলে যাচ্ছিলেন। দুটি রকেট আঘাত হেনে তাকে হত্যা করা হয়।

মার্কিনিদের দাবি, এই অভিযানে কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি।

সিরিয়ার একটি মানবিক সংস্থা একটি টুইট বার্তায় জানিয়েছে, মধ্যরাতের কিছু আগে আবু হামজাহর মোটরসাইকেলটিকে লক্ষ্য করে দুটি রকেট হামলা চালালে তিনি নিহত হন। তার লাশ ইদলিব শহরের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।