সিরিয়ায় হাসপাতালে ব্যারেল বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের সবচেয়ে বড় হাসপাতালে ব্যারেল বোমা হামলা চালানো হয়েছে।

শনিবারের এ হামলায় দুজন নিহত হয়েছে। হাসপাতালের অধিকাংশ অবকাঠামো গুঁড়িয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের কার্যক্রম।

বিবিসি ও আলজাজিরা অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

ব্যারেল বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালটি চালাতে সহায়তাকারী সংস্থা দি সিরিয়ান আমেরিকান মেডিক্যাল সোসাইটি।

রাশিয়ার সমর্থনপুষ্ট সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর ওল্ড সিটিতে হামলা চালিয়েছে। এ ছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনী ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে কয়েক স্থানে যুদ্ধ হয়েছে।

১৯ সেপ্টেম্বর যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে সিরিয়া ও রাশিয়ার বাহিনী এবং সিরিয়ার স্থলবাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় অনেক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে।

রাশিয়া ও সিরিয়ার এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্র দাবি করেছে, সিরিয়ার মডারেট বিদ্রোহীদের জিহাদিদের হাতিয়ার বানাচ্ছে রাশিয়া।

আলেপ্পো একসময় সিরিয়ার বাণিজ্যিক ও শিল্প অঞ্চল ছিল। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২০১২ সালে আলেপ্পো দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগের নিয়ন্ত্রণ চলে যায় বিদ্রোহীদের কাছে।

জাতিসংঘ হিসাবমতে, গত এক সপ্তাহে আলেপ্পোয় সিরিয়া ও রাশিয়ার হামলায় নিহত হয়েছে প্রায় ৪০০ বেসামরিক লোক।