সিলেটের নিহত ওসি মনিরুলের গ্রামের বাড়িতে মাতম

নোয়াখালী প্রতিনিধি : সিলেটের শিবপুরে জঙ্গিদের বিস্ফোরিত বোমায় নিহত সিলেট সিটি এসবির পরিদর্শক (ওসি) মনিরুল ইসলামের নোয়াখালী সদরের পূর্ব এওজবালিয়া গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

স্ত্রী পারভিন আক্তার স্বামীর মৃত্যুর সংবাদে হতবাক হয়ে পড়েছেন। বৃদ্ধ মা আমেনা খাতুন মুর্ছা যাচ্ছেন বার বার। মৃত্যুর সংবাদে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তারা অপেক্ষায় আছেন কখন আসবে মনিরুলের লাশ।

বাবা মৃত নুরুল ইসলামের পরিবারের ৪ ছেলে ও ৩ মেয়ের মধ্যে ওসি মনির ছিলেন দ্বিতীয়। ২০০৩ সালে উপপরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি।

পদোন্নতি পেয়ে পুলিশের পরিদর্শক হিসেবে সিলেটের সিটি এসবি শাখায় বদলি হন। পদোন্নতির পর থেকে তিনি ওই স্থানে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় বোমা বিস্ফোরক বিষয়ে এক বছর আমেরিকায় বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন মনিরুল।

চাকরিরত অবস্থায় তিনি ২০১০ সালে বিয়ে করেন। তাদের সংসারে মোজাক্কেরুল ইসলাম ফারাবি নামের ১৭ মাসের এক ছেলে রয়েছে।

নিহতের বড় ভাই সোহাগ জানান, গত শুক্রবার গ্রামের বাড়িতে এসেছিলেন মনিরুল। তার ছোট ভাই সাইফুল ইসলামের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসেন বাড়িতে। বিয়ের অনুষ্ঠান শেষে কর্মস্থলে যোগ দিতে শনিবার ভোরে বাড়ি থেকে চলে যান। বিকেল ৩টায় নিজ কর্মস্থল সিলেটে যোগদান করেন তিনি।

সেখান পৌঁছে মুঠোফোনে তার মা ও স্ত্রীকে জানিয়ে ছিলেন তোমরা আমার জন্য দোয়া করো।