সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে আরও ১৩৬ জন

জেলা প্রতিবেদকঃ সিলেটে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৬ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। আর কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২৩ জন। নতুন করে আরও ১৬ জনসহ হাসপাতালে ভর্তি আছেন ৮৪ জন করোনা পজিটিভ রোগী। পাশাপাশি হাসপাতাল আইসোলেশনে আছেন ৯৪ জন।

রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন করে হোম কোয়ারেন্টিনে আসা ১৩৬ জনের মধ্যে সিলেটে ৯ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ৪৫ জন ও মৌলভীবাজারে ৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেটে ৬২, সুনামগঞ্জে ১৪২ জন, হবিগঞ্জে ১০৭ ও মৌলভীবাজারে ১২ জন রয়েছেন। এখনও বিভাগের চার জেলায় মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২ হাজার ৬৮৭ জন। এরমধ্যে সিলেটে ২৬০, সুনামগঞ্জে ১ হাজার ৫০৭, হবিগঞ্জে ৫৭৮ ও মৌলভীবাজারে ৩৪২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৪ জন করোনা আক্রান্ত (কোভিড-১৯) রোগী শনাক্ত করা হয়েছে।