সিসিইউতে ভর্তি খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) রাতেই তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে বলে রোববার (১৪ নভেম্বর) দুপুরে চিকিৎসকদলের সদস্য এবং দলটির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তির পর রাতে বেশকয়েকবার বমি করেন খালেদা জিয়া। এছাড়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াসহ নানা শারীরিক জটিলতার কারণে তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।

এর আগে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদাকে হাসপাতালে আনা হয়েছে। রোববার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সভা হবে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ফলোআপ চিকিৎসা করাতে হবে।

শনিবার বিকেলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সাবেক এ প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে যাওয়ার সময় গাড়িতে তার সঙ্গে ছিলেন ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।