সীমানা নির্ধারণ হলেই জেলা পরিষদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার বিভাগ সীমানা নির্ধারণ করলেই জেলা পরিষদ নির্বাচনের সময়সীমার প্রজ্ঞাপন জারি করা হবে।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের লিখিত প্রশ্নের জবাবে সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জেলা পরিষদ আইন-২০০০ এর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশে এই নির্বাচন পরিচালনা বিধিমালা প্রণয়নের ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়ায় বিধি প্রণয়নের কাজ চলমান রয়েছে। ৬১টি জেলা পরিষদের পদ সংখ্যা ১ হাজার ২৮১টি।

পার্বত্য তিনটি জেলা বাদে বাকি ৬১ জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর প্রথমবারের মতো পদ সৃষ্টি করে প্রশাসক নিয়োগ করে সরকার। বর্তমানে জেলা পরিষদের প্রশাসক নিয়োগের অবসান ঘটাতে জেলা প্রশাসনের নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে জনগণের সরাসরি অংশগ্রহণে নয়, পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত হবে।

সোমবার বিকেল ৫টা ১০মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।