সীমান্ত উত্তেজনার সমাপ্তিতে রাজি হয়েছে চীন ও ভারত

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ যুদ্ধ অবহে প্রায় তিন মাস অতিবাহিত হওয়ার পর সীমান্ত উত্তেজনার সমাপ্তিতে রাজি হয়েছে চীন ও ভারত।

ভারত দাবি করেছে, কূটনৈতিক পর্যায়ে আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে দুই দেশ। জুন মাসে দোকলাম সীমান্তের দুই পাশে সেনা মোতায়েন করে ভারত ও চীন।

চীন ও ভারতের মধ্যে কথার যে যুদ্ধ শুরু হয়েছিল, তাতে মনে হচ্ছিল, যুদ্ধ এই বাঁধে সেই বাঁধে। উভয় দেশের জনগণও আতঙ্কে ছিল। সীমান্ত সমস্যার সমাধানে চীনের গণমাধ্যম বেশ কয়েকবার সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দেয়। পাল্টা হুঁশিয়ারি দিতে দেরি করেনি ভারতও। তবে এবার সেই অবস্থার শান্তিপূর্ণ সমাধান হতে চলেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত থেকে দুই দেশ সেনা প্রত্যাহার করে নিতেও রাজি হয়েছে।

তথ্যসূত্র : এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইন