সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনীর বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর্যবেক্ষণ নিয়ে উদ্বেগ থাকতে পারে, কিন্তু শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপি-জামায়াত জোটের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের বিশ্বাস ও আস্থার সংকটের প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ভারতের সঙ্গে সব অবিশ্বাস ও সন্দেহের দেয়াল ভেঙে ফেলেছি। আর কোনো অবিশ্বাস নয়। অবিশ্বাস-সন্দেহের বাতাবরণে দুই প্রতিবেশীর সহাবস্থান কখনো শান্তিপূর্ণ হয় না। আমরা সংশয়-সন্দেহের অবসান ঘটিয়েছি বলেই ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব সীমান্ত চুক্তির শান্তিপূর্ণ সমাধান হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সীমান্ত চুক্তির বাস্তবায়ন শুধু নয়, ছিটমহলবাসীর দুঃখ-কষ্ট-যন্ত্রণার সমাধানও শান্তিপূর্ণভাবে করে ফেলেছেন প্রধানমন্ত্রী। শুধু সমাধানই হয়নি, ছিটমহলবাসীর জীবন-জীবিকা ও ভবিষ্যৎ পুনর্বাসনের জন্যও সব ব্যবস্থা করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে। ছিটমহল সমস্যারও সমাধান হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আশ্বাস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন, সেই আশ্বাসে আমরাও আশ্বস্ত ও আস্থাশীল। অচিরেই তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সম্পাদন হবে।’

 

সীমান্ত চুক্তির বাস্তবায়ন এবং ছিটমহল সমস্যার সমাধানের চেয়ে তিস্তার পানি বণ্টন সমস্যা খুব বেশি সমস্যা নয়, দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘আলাপ-আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। এখন কেবল সময়ের অপেক্ষা। ইনশা আল্লাহ তিস্তা চুক্তিরও সমাধান ও সম্পাদন হবে।’

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙালি হিসেবে তিস্তা চুক্তি সম্পাদনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে প্রত্যাশা করেন তিনি।

ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ নিয়ে চলমান বিতর্কের ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আর একটি বিষয় নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সুপ্রিম কোর্টের যে রায় ষোড়শ সংশোধনী নিয়ে, এ নিয়ে উদ্বেগ থাকতে পারে। তবে শঙ্কিত হওয়ার কোনো কারণ আমি দেখি না।’

তিনি বলেন, ‘রায়ের পর্যবেক্ষণ নিয়ে, পর্যবেক্ষণের পাঠ (অংশ) নিয়ে আমি প্রধানমন্ত্রী ও পার্টির সভাপতি শেখ হাসিনার অনুমতি নিয়ে প্রধান বিচারপতিকে আমাদের দলের অবস্থান জানিয়েছি। আজ আবার প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিকেও সেই অবজারভেশনের বিষয়ে পার্টির পক্ষ থেকে অবহিত করেছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘এই নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আকাশের মেঘ ক্ষণিকের, সূর্য চিরদিবসের । ক্ষণিকের মেঘ কাটিয়ে চিরদিবসের সূর্য উঠে যাবে।’

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জির সভাপতিত্বে মিছিলপূর্ব আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হাজী মো. সেলিম এমপি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু, সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ। জন্মাষ্টমী মিছিলের শুভ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।