সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণে ৭৩টি বিওপি নির্মাণ করবে বিজিবি

বিজিবি’র অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি ও দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সীমান্তে ৭৩টি নতুন আধুনিক কম্পোজিট বিওপি (বর্ডার আউট পোস্ট) নির্মাণ করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় ও প্রত্যক্ষ নির্দেশনায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার (২২ সেপ্টেম্বর) একনেকের সভায় আরো ৭৩টি নতুন কম্পোজিট বিওপি নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে।

জানা গেছে, সীমান্তে জনবল বৃদ্ধি, বিওপিতে কর্মরত বিজিবি সদস্যদের বাসস্থান সেবা উন্নতকরণ, ভৌত সুবিধা এবং কাঠামোগত নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে এমন ধারাবাহিক উন্নয়নের প্রদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোপূর্বে ১৩৪টি বিওপি (বর্ডার আউট পোস্ট) নির্মিত হয়েছে। নতুন ৭৩টি আধুনিক বিওপি নির্মাণের ফলে সীমান্তে জনবল বৃদ্ধি, বিওপিতে কর্মরত বিজিবি সদস্যদের বাসস্থান সেবা উন্নতকরণ, ভৌত সুবিধা এবং কাঠামোগত নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে। এতে বিজিবি’র অপারেশনাল সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।