সীমিত আকরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

জন্মাষ্টমী

করোনা মুক্তি ও বিশ্ব শান্তি কামনায় মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে জন্মাষ্টমী উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে মন্দিরে মন্দিরে মহানাম সংকীর্তনে মাতেন ভক্তরা। মহামারীতে আগে থেকেই বাতিল করা হয় জন্মাষ্টমীর মূল শোভাযাত্রা ও মিছিলের আনুষ্ঠানিকতা। ভগবান শ্রীকৃষ্ণের কাছে রোগমুক্তি কামনা করেন ভক্তরা।

মহাসমারোহের শোভাযাত্রা নেই, নেই ব্যানার প্ল্যাকার্ড, ফেস্টুনে চিরচেনা দীর্ঘতম মিছিল, জন্মাষ্টমীর উদযাপনে যে চেনা ঢাকা তা নেই, ফাঁকা রাজপথ যেন প্রতীক্ষায় সময় বদলের।

করোনার কারণে আগেই বাতিল মিছিল শোভাযাত্রা। মঙ্গলবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে হরে-কৃষ্ণ মহানাম সংকীর্তনে মাতেন ভক্তরা। খোল করতাল, বাদ্যের সাথে ফুল বেলপাতা আর নৈবেদ্যে আবাহন করা হয় ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণকে।

নাম সংকীর্তন শেষে চন্দন ঘৃত মধু মিলিয়ে ১০৮ টি উপচার আহুতি দেয়া হয় যজ্ঞের আগুনে।

মঙ্গলযজ্ঞ শেষে গীতা পাঠ করে জরা দুঃখ ব্যাধি থেকে আরোগ্য কামনা করেন ভক্তরা।

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

এরপর মন্ত্র উচ্চারণের মাধ্যমে সমাপ্তি টানা হয় গীতাযজ্ঞের।