সুইট চিপস রেসিপি

অনেকের চিপস প্রিয়। বিকেলে মচমচে চিপস খেতে পছন্দ করেন অনেকে। আজ তাঁদের জন্য সুইট চিপস রেসিপি।

আসুন, আমরা জেনে নিই সুইট চিপস ​তৈরির পদ্ধতি।

  • উপকরণ
  • একটি ডিম
  • এক কাপ চিনি
  • এক কাপ ময়দা
  • পরিমাণমতো পানি
  • পরিমাণমতো তেল

 

প্রস্তুত প্রণালিঃ- প্রথমে একটি পাত্রে ডিম, চিনি, তেল, পানি ও ময়দা দিয়ে ডো তৈরি করুন। এবার চপিং বোর্ডে ডো বেলে গোলাকার করে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের সুইট চিপস। মজাদার সুইট চিপস সহজে রান্না করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।