সুন্দরবনে খালে বিষ ‍দিয়ে মাছ শিকার,আটক ৬

জেলা প্রতিবেদকঃ পূর্ব সুন্দরবনের ছাপড়াখালী খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ৬ জনকে আটক করেছে বন বিভাগ।

গতকাল শনিবার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ১৩০ কেজি সাদা মাছ, ৯৮ কেজি চিংড়ি, জেলেদের ব্যবহৃত একটি নৌকা ও একটি ট্রলার জব্দ করা হয়। মাছগুলো বিষযুক্ত বলে নিশ্চিত করেছে বন বিভাগ।

আজ রোববার বিকালে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের কবির হোসেন (৫০) এবং সেলিম (৪০), মোরেলগঞ্জ উপজেলার বারুইখালি গ্রামের এমাদুল (১৮), সাকিব (২০), জাকির হোসেন (৫২)ও আজগর (৪৫)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, অসাধু জেলেরা কটকা অভয়ারণ্য এলাকায় বিষ দিয়ে মাছ ধরছিলেন। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।