সুন্দরবনে বনদস্যু ‘গুরু’ বাহিনীর প্রধান গুরুসহ দুইজনকে গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে চাঁদাবাজির অভিযোগে বনদস্যু ‘গুরু’ বাহিনীর প্রধান গুরুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার দুপুর ১২টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন নন্দবালা খাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আনিস মোল্লা ওরফে গুরু (৩৪) এবং তার সহযোগী আকরাম সানা (৩৫)। তাদের বাড়ি বাগেরহাটে। এ সময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, দুটি দোনলা বন্দুক, একটি এলজি ও ৬৩টি বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির জানান, সম্প্রতি মো. আনিস মোল্লা ওরফে গুরু নামে এক যুবক ৬-৭ জনকে নিয়ে একটি দস্যু বাহিনী গড়ে তোলেন। ‘গুরু’ নামে এই বাহিনী বেশ কিছুদিন ধরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে চাঁদাবাজি করছিল। বুধবার জেলেদের কাছ থেকে খবর পেয়ে নন্দবালা খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র ও ৬৩টি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।