সুন্দরবনে বনদস্যু দমনে বুধবার সন্ধ্যা থেকে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে বনদস্যু দমনে বুধবার সন্ধ্যা থেকে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে র‌্যাব।

র‌্যাবের ৩০ সদস্যের একটি দল বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকা থেকে এই অভিযান শুরু করে। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবীর জানান, পূর্ব সুন্দরবনের শরণখোলা, চাঁদপাই ও পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন পয়েন্টে সপ্তাহব্যাপী অভিযান চলবে। র‌্যাবের ৩০ সদস্য তিনটি দলে ভাগ হয়ে অভিযান চালাচ্ছে।

গত দুই সপ্তাহে সুন্দরবন থেকে বনদস্যু জাহাঙ্গীর, সাগর ও নোয়া বাহিনীর সদস্যরা মুক্তিপণ দাবিতে কমপক্ষে ৭৫ জেলেকে অপহরণ করেছে। বনদস্যু দমন ও অপহৃত জেলেদের উদ্ধারে এ অভিযান চলছে।