সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের পরাজয়ে কাদেরের ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের পরাজয়ে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বঙ্গবন্ধু আইনজীবী আবার আওয়ামী আইনজীবী’ এটা চলবে না। এই সব কলহের করুণ পরিণতি আমরা বারবার অ্যাসল্ট করতে পারব না।

শুক্রবার দুপুরে রাজধানীর গুলিস্তানে কাজী বশিরউদ্দিন মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

গত বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০১৭-১৮ সেশনের নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেলকে পরাজিত করে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল। সভাপতি-সাধারণ সম্পাদক পদসহ সমিতির ১৪টি পদের আটটিতে তারা জয় পান। আওয়ামী লীগ সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সহ-সভাপতি, সহসম্পাদক ও কোষাধ্যক্ষসহ মোট ছয়টি পদে জয়লাভ করে।

ওবায়দুল কাদের কৃষক লীগ নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সম্মেলন ২০১২ সালে করেছেন, ৫ বছর হয়ে গেছে। নিজেরা বসে আলাপ করুন। নেত্রীর সঙ্গে আলাপ করে আমরা সুন্দর একটা সম্মেলন করে দেব। নেতাকর্মীরা যদি আপনাদেরকেই চায় তাহলে আপনাদেরই রাখব। কিন্তু নিয়মটা মেনে কাউন্সিলটা করুন। নতুন কর্মী আছে, ওরা ঢুকতে পারছে না। নেতৃত্বে ট্রাফিক জ্যাম করবেন না। অলরেডি আমরা যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগের ট্রাফিক জ্যাম ছুটিয়েছি। সামনে আওয়ামী আইনজীবী পরিষদ। ওখানে আমাদের কলহটা প্রকাশ্যে। ‘বঙ্গবন্ধু আইনজীবী আবার আওয়ামী আইনজীবী’ এটা চলবে না। এক হয়ে কাজ করতে হবে। এ ব্যাপারে আমরা কঠোর অবস্থানে যাচ্ছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘হলি আর্টিজান, শোকালিয়া, আশকোনা, খিঁলগাঁও, মিরসরাই, সীতাকুন্ড ও চান্দিনায় গত কয়েক মাসে এই যে ঘটনাগুলো হল, এইসব ঘটনা কি অতিরঞ্জিত? আসলে জঙ্গিবাদকে মদদ দিয়ে যারা তাদের (জঙ্গি) দুঃসাহসের মাত্রা বাড়িয়ে দিয়েছে, আজকে সরকারের সফল জঙ্গিবাদ বিরোধী অভিযানে তাদের গা-জ্বালা করছে। এটাই হচ্ছে বাস্তবতা।’

আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার যে দাবি বিএনপি নেতারা করেছে তার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) যে লেভেল প্রেøয়িং ফিল্ড ছিল, সেটা থাকলে কি আপত্তি আছে? বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড বলতে বুঝায়, তাদের জন্য এমন একটা অবস্থা সৃষ্টি করতে হবে, যাতে তারাই নির্বাচনে জয়ী হয়। তাদের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড মানে নির্বাচনে জেতার নিশ্চয়তা দেয়া। এই নিশ্চয়তা তো আমরা দিতে পারব না। এটা দিতে পারে বাংলাদেশের জনগণ।’

কৃষক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবদুস সালাম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা।