সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন চলছে

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০১৭-২০১৮ইং বর্ষের দুই দিনব্যাপী নির্বাচনে প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ভোট প্রদানের মাধ্যমে ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়। মাঝখানে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচনসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক আইনজীবী অ্যাডভোকেট এ ওয়াই মসিউজ্জামান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাতটি সম্পাদকীয় ও সাতটি নির্বাহী সদস্যের পদ রয়েছে।

নির্বাচনে মোট ১৪টি পদের বিপরীতে সরকারসমর্থিত আওয়ামী লীগের সম্মীলিত আইনজীবী সমন্বয় পরিষদ, এবং বিএনপি-জামায়াতসমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছাড়াও আলাদা দুজনসহ মোট ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে মোট ৫ হাজার ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সরকারসমর্থিত (সম্মীলিত আইনজীবী সমন্বয় পরিষদ) প্যানেলে সভাপতি পদে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক প্রাক্তন আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সম্পাদক পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট শাখার সেক্রেটারি রবিউল আলম বুদু প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে অজিবউল্লাহ ও হোসনে আরা, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম হিরু, সহসম্পাদক পদে শফিকুল ইসলাম ও সেলিম আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমার দেবুল দে, এ বি এম নূরে আলম উজ্জ্বল, হাসিনা মমতাজ, রুহুল আমিন তুহিন, হাবিবুর রহমান হাবিব, মাহমুদুন্নবী উজ্জ্বল ও শেখ মো. মাজু মিয়া।

বিএনপিসমর্থিত (জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য) প্যানেলে সভাপতি পদে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন, সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে উম্মে কুলসুম বেগম (রেখা) ও ড. মো. গোলাম রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে এ বি এম রফিকুল ইসলাম তালুকদার (রাজা) এবং সহসম্পাদক পদে কাজী জয়নুল আবদীন ও শামীমা সুলতানা (দীপ্তি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে লড়ছেন শেখ তাহসিন আলী, মো. এমাদুল হক, আয়েশা আক্তার, মো. আহসানউল্লাহ, মো. মুসাব্বির হাসান ভূঁইয়া (রোমান), মোহাম্মদ হাসিবুর রহমান ও মৌসুমি আখতার।

ওই দুটি প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে অশোক কুমার ঘোষ এবং মো. আবু এহিয়া দুলাল প্রার্থী হয়েছেন।