সুবীর ভৌমিক কীভাবে অবাধে বাংলাদেশে যাতায়াত করেনঃ বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ভুয়া প্রতিবেদন করা ভারতের সাংবাদিক সুবীর ভৌমিক কীভাবে অবাধে বাংলাদেশে যাতায়াত করেন, সেই প্রশ্ন তুলেছে বিএনপি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জনগণ আজ বিস্মিত, কিভাবে সুবীর ভৌমিকের মতো রহস্যজনক, সন্দেহভাজন ব্যক্তি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে অবাধে যাতায়াত করেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের রাজনীতি, বিরোধী দল ও দলের নেতানেত্রীসহ নানা বিষয়ে অপপ্রচার দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন সুবীর ভৌমিক। এই অপপ্রচার ও মিডিয়া সন্ত্রাস চালাতে উক্ত বিদেশী সাংবাদিকদের সঙ্গে দেশীয় কিছু সাংবাদিকও জড়িত।’

‘সুবীর ভৌমিক তার লেখায় প্রধানমন্ত্রীর প্রাণনাশের চেষ্টার গাঁজাখুরি গল্প সাজিয়ে তারপর সেটিকে বিভিন্ন মিডিয়ায় রিসাইকেল করে বাংলাদেশের রাষ্ট্র ও নিরাপত্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভেঙে ফেলতে চাচ্ছে’, বলেন রিজভী।

বাংলাদেশের জনগণের রোহিঙ্গাদের প্রতি সহানুভুতি সুবীর ভৌমিক চক্র মেনে নিতে পারছে না- এই মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে রোহিঙ্গা প্রশ্নে জনগণের যে ঐক্য সৃষ্টি হয়েছে তা নজীরবিহীন। জনগণ নিজেদের শক্তি, সামর্থ ও সঙ্গতি নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে। রোহিঙ্গাদের জন্য ত্রাণ তৎপরতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী যখন গুরুদায়িত্ব পালন করছে তখন এ ধরনের প্রতিবেদন উদ্দেশ্যমূলক।’

দেশে বিনিয়োগ নেই
দেশে বর্তমানে দেশি-বিদেশি বিনিয়োগ নেই মন্তব্য রুহুল কবির রিজভী বলেন, ‘ব্যাংকে সুদের হার কমতে কমতে একেবারে তলানিতে ঠেকেছে। ব্যাংকে টাকা রাখলে এখন নামমাত্র সুদ মেলে। মূল্যস্ফীতি বিবেচনায় এই সুদহার কিছুই নয়। এজন্য অনেকেই এখন টাকা ব্যাংকে রাখছে না। ফলে আগের মতো বাড়ছে না আমানত। এর চেয়েও উদ্বেগজনক খবর হলো, কম সুদেও ব্যাংকগুলো যে পরিমাণ আমানত পাচ্ছে, সেটাও ঋণ হিসেবে বিতরণ করতে পারছে না।’

তিনি বলেন, ‘দেশে রেমিট্যান্স প্রবাহ একেবারেই কম। রপ্তানি আয়ও দিন দিন কমে যাচ্ছে। সরকারের প্রবৃদ্ধি অর্জনের লÿ্যমাত্রা সাত দশমিক পাঁচ শতাংশ হলেও বিশ্বব্যাংক বলছে প্রবৃদ্ধির হার ছয় দশমিক চার শতাংশের ওপরে যাওয়ার সম্ভাবনা নেই। এর ফলে জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

ক্ষমতাসীনরা রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য চায় না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘রোহিঙ্গা নিয়ে রাজনীতি করে তারা আরো বেশ কিছুটা সময় ÿমতায় টিকে থাকা যায় কি না সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের এই বিশাল জনগোষ্ঠীকে কুটনৈতিক উপায়ে মিয়ানমারে ফেরত পাঠানোর কোন উদ্যোগ গ্রহণে তৎপর নয় সরকার। রোহিঙ্গাদের ফেরা নিয়ে জাতিসংঘ সংশয় প্রকাশ করেছে। এটা সরকারের চরম ব্যর্থতা।’