সুশান্তের মৃত্যু; বলিউডের পাঁচ প্রযোজনা সংস্থাকে পুলিশ নোটিশ

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের পাঁচটি প্রযোজনা সংস্থাকে নোটিশ পাঠাচ্ছে মুম্বাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, ওই পাঁচটি প্রযোজনা সংস্থার সঙ্গে পাঁচজন প্রযোজকের বয়ানও রেকর্ড করা হবে। তবে এই নোটিশ কোন কোন প্রযোজনা সংস্থাকে দেওয়া হবে তা এখনও জানা যায়নি।

এছাড়া সুশান্তের এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ তারও বয়ান রেকর্ড করা হবে। এদিকে সুশান্তের মৃত্যুর জন্য আঙুল তুলে একতা কাপুর, করণ জোহর এবং সঞ্জয় লীলা বানশালির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী সুধীর কুমার ওঝা ওই মামলা দায়ের করেন মুজফ্ফরপুরে।

উল্লেখ্য, মাত্র ৩৪ বছর বয়সে রোববার (১৪ জুন) দুপুরে এই অভিনেতার বান্দ্রার ডুপ্লেতে উদ্ধার হয়েছিল ঝুলন্ত মরদেহ। যদিও এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে খুনের ষড়যন্ত্রকে এখনই উড়িয়ে দিতে চাইছে না অভিনেতার পরিবার।

সোমবার ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে গলায় ফাঁসের জেরে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের।