সুষ্ঠু নির্বাচন হলে আমি জনগণের রায় মেনে নেব

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি জনগণের রায় মেনে নেব। সরকার এমন কোনো আচরণ করবে না যাতে আমরা নির্বাচন থেকে সরে আসতে বাধ্য হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সিটি করপোরেশনের মাসদাইর এলাকার আদর্শ স্কুল কেন্দ্রে নিজের ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইনশঙ্খলা বাহিনীর সদস্য নেই। তবে ভিতরের পরিস্থিতি এখন পর্যন্ত ভাল রয়েছে। আশা করছি সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে এবং জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের হারানো ভোটের অধিকার ফিরে পাবে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী (নৌকা) ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো সাখাওয়াত হোসেন খানের (ধানের শীষ) মধ্যে।