সূচকের পতনে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের পতনে লেনদেন চলছে।

আজ লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির দরপতন হয়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১২৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯১টি কোম্পানির। আর দর কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯৭ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৬২ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে।

এই সময়ে সিএসইতে ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪২৯ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।