সোনাগাজী প্রেসক্লাবের জরুরী বৈঠকে কামরুল ও মিলনকে বর্জনের ঘোষনা

সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী >>>
১৪ নভেম্বর উপজেলা আইনশৃংখলা বৈঠকে প্রেস ক্লাবের নেতৃবৃন্দের নামে বিষেধাগারের প্রতিবাদে সোনাগাজী প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় পৌর সভার জিরো পয়েন্টে অবস্থিত হাজী রহিম উল্যাহ ভবনের চতুর্থ তলায় প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।প্রেস ক্লাব সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি জসিম উদ্দিন কাঞ্চনের সভাপতিত্বে ও সকালের খবর,এশিয়ান এজের প্রতিনিধি ও সাধারন সম্পাদক আবুল হোসেন রিপনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি সাপ্তহিক প্রতিক্রিয়ার প্রতিনিধি শহিদুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি নান্টু লাল দাস,দৈনিক স্টার লাইন,আমাদের কন্ঠ প্রতিনিধি ও দপ্তর সম্পাদক সৈয়দ মনির আহাম্মদ,কোষাধ্যক্ষ ও প্রতিক্রিয়ার নির্বাহী সম্পাদক ওবায়দুল হক,তথ্য গবেষনা সম্পাদক ও আজকের সময় প্রতিনিধি মেহরাব হোসেন মেহেদি,প্রচার প্রকাশনা সম্পাদক ও দৈনিক দুর্বার প্রতিনিধি আনোয়ার হোসেন রবিন,সাহিত্য সম্পাদক ও দৈনিক নয়াপয়গাম প্রতিনিধি ওমর ফারুক,দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি সমির উদ্দিন ভুঞা,সদস্য মিজানুর রহমান মিষ্টার,সোহাগ হাই,জহিরুল হক সজিব,জাফর উল্যাহ,নুর আলম,আবদুল্যাহ রিয়েল,শরিয়ত উল্যাহ রিফাত প্রমুখ।সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা আইনশৃংখলা বৈঠকে উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম ও চরছান্দিয়ার ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন কর্তৃক বিষেধাগারের প্রতিবাদে নিন্দা প্রস্তাব,তাদের সংবাদ বর্জন ও দুর্নীতি অনিয়মের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ,উপজেলা ও জেলা প্রশাসন এবং জেলার সাংবাদিক নেতৃবৃন্দ কে সভার কার্য বিবরনী অবহিতকরনের সিদ্ধান্ত গৃহিত হয়।সভায় বক্তরা পেশাগত দায়িত্ব পালন কালে স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধিসহ সকলের সহযোগতিা কামনা করেন।