সোনাগাজী – ফেনী আঞ্চলিক সড়কের বেহার দশা

সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী।
ফেনী – সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের  বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে যার ফলে জনদূর্ভোগ বেড়েছে।

সোনাগাজী জিরোপয়েন্ট থেকে ফেনীর লালপুল পর্যন্ত সড়কে  দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিনিয়তই
ঘটছে  দূর্ঘটনা।
সরেজমিনে  দেখা যায়, যাত্রী ও চালকদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।   যাত্রীরা অভিযোগ
করেছেন সড়কের বেহাল দশার কারণে  সিএনজি অটোরিক্সা ও রিক্সা ভাড়া বৃদ্ধি পেয়েছে।

লালপুল ,নতুন বাজার ,গৌবিন্দপুর ,কলঘর ,হাজীর বাজার ,বালুয়া চৌমুহনী, ধলিয়া, ডাকবাংলা, মতিগঞ্জ, সাতবাড়ীয়া, সোনাগাজী পৌর শহরের প্রধান সড়কসহ অর্ধশতাধিক স্থানে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সড়কের ওইসব অংশে  বড়-বড় গর্ত দেখা দিয়েছে।
ফেনী-সোনাগাজী সড়কে প্রতিদিন চলাচল করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার   যানবাহন ।

সড়ক নির্মান ও মেরামতে বরাবরই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্মমানের উপকরণ ব্যবহার ও সঠিক পরিমান কাঁচামাল না দিয়ে কাজ করার অভিযোগ তুলেছেন  স্থানীয়রা। এলাকাবাসী অারো জানান, কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবে ঠিকাদাররা নিম্নমানের কাজ করেও পার পেয়ে যাচ্ছে।
সোনাগাজী উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা মিনহাজ জানান, দ্রুত মেরামতের কাজ শুরু হবে।
স্থানীয় সাংসদ হাজী রহিম উল্যাহ জানান, অাঞ্চলিক এই সড়ককে মহা সড়কে রুপান্তরিত করার চেষ্টা চলছে।  সোনাগাজীতে অর্থনৈতিক অঞ্চল ও বিদ্যুত উৎপাদন কেন্দ্রের কাজ শুরু হলে এই সড়কের ভারী  যানবাহনের যাতায়াত বহুগুন বেড়ে যাবে।  তাই এই সড়কটি মহা সড়কে রুপান্তরে সরকারের পরিকল্পনা রয়েছে।