সোনাতলায় বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি ব্যবহারে এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ফার্ম মেশিনারী অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের উদ্যোগে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি) প্রকল্পের আওতায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ১ আসনের মাননীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন, মসলা গবেষণা কেন্দ্রের (ইএসও) ড. জুলফিকার হায়দার প্রধান, আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের পিএসও শৈলেন্দ্র নাথ মজুমদার ও সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: শহিদুল আলমসহ অনেকে।

শেষে প্রধান অতিথি বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষি কাজে কি কি সুবিধা দেয় সেগুলো পরিদর্শন করেন।