সোনাতলায় ৬৬ লাখ ৬০ হাজার টাকা চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

আব্দুর রাজ্জাক: বগুড়ার সোনাতলায় চেক জালিয়াতি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত ও ৬৬ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামীকে গ্রেপ্তার করেছে সোনাতলা থানা পুলিশ। ২৯ জানুয়ারী সোমবার তাকে বগুড়ার বাদুড়তলা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামি একেএম মাহবুবুল আলম নান্নু সোনাতলা উপজেলার পূর্ব তেকানীর আফসার আলী খন্দকারের বড় ছেলে।

অভিযান পরিচালনাকারী উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মাহমুদুল হাসান জানান, আসামী মাহবুবুল আলম নান্নুর নামে আদালতে সিআর মামলার (৬৬ লাখ ৬০ হাজার টাকা) এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ২০২১ সালে সোনাতলা থানায় ইস্যু হয়।  গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামী পলাতক ছিলেন।

এসআই মাহমুদুল হাসান আরও জানান, ‘আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বগুড়ার বাদুড়তলা নামকস্থান থেকে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হই’।

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ‘এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেপ্তার করেন। আজ ৩০ জানুয়ারী মঙ্গলবার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে’।