সোমালিয়ারএক সরকারি দপ্তরে আত্মঘাতী গাড়িবোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুর এক সরকারি দপ্তরে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে হতাহতের কোনো সংখ্যা জানা যায়নি। রোববার এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরপর ওই সরকারি দফতর ও বিপরীত পাশে থাকা একটি স্কুল ভবন বিধ্বস্ত হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হতাহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। ধ্বংসস্তুপের নিচে কেউ আটকা পড়াদের উদ্ধারে স্থানীয় জনগণ কাজ করছে। এছাড়া বিস্ফোরণে একটি মসজিদের ছাদ উড়ে গেছে এবং আশেপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। পুলিশ কর্মকর্তা আব্দু্ল্লাহি হুসেইন বলেছেন, ‘মোগাদিসুর হাওয়ালাওয়াদাদের জেলা দপ্তরে একটি গাড়ি দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এখনো হতাহতদের সংখ্যা জানা যায়নি।