সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবরের ছড়াছড়ি

সাম্প্রতিককালে ইন্টারনেটে জাল খবর যেভাবে ছড়িয়ে পড়ছে তা রুখতে গুগল নিয়ে এল এক নয়া ট্যাগ ‘ফ্যাক্ট চেক’। এখন থেকে সব খবরেই দেওয়া থাকবে এই ট্যাগ। গত বৃহস্পতিবার গুগলের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।

ইদানিং সোশ্যাল মিডিয়াত জাল খবরে ছেয়ে গিয়েছে, আর সেইজন্যেই গুগল নিউজ ওয়েবসাইটে প্রত্যেকটি আর্টিকেলের সঙ্গে এই ট্যাগ জুড়ে দেওয়া হবে। গুগল নিউজ চিফ, রিচার্ড জিংগ্রাজ একটি ব্লগ পোস্টে লিখেছেন, খবরের সত্যতা যাতে বজায় থাকে তার জন্যই এই নয়া পন্থা তাঁরা অবলম্বন করেছেন এবং এই ‘ফ্যাক্ট চেক’ কমিউনিটির মানুষের মধ্যে কতখানি সাড়া জাগাতে পারে তা দেখার জন্য সংস্থা প্রবল উৎসাহী।