সৌদি কূটনীতিককে বেত্রাঘাতের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক : যৌন নিপীড়নের দায়ে দোষী প্রমাণিত এক সৌদি কূটনীতিককে চারবার বেত্রাঘাত ও ২৬ মাসের জেল দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত।

সৌদি আরবের বেইজিং দূতাবাসে নিযুক্ত আছেন দণ্ডিত কূটনীতিক বান্দের ইয়াহিয়া এ. আলজাহারনি (৩৯)। গত বছর সিঙ্গাপুরে ছুটি কাটাতে এসে এক শিক্ষানবীশ হোটেলকর্মীকে যৌন নিপীড়ন করেন তিনি।

সিঙ্গাপুরের দৈনিক স্ট্রেইট টাইমসে শুক্রবার এ খবর প্রকাশ করা হয়েছে। সৌদি কূটনীতিক এ. আলজাহারনি জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন।

পুরুষ অপরাধীদের বেত্রাঘাতের বিধান রয়েছে সিঙ্গাপুরে। যৌন নিপীড়ন, দাঙ্গা-হাঙ্গামা অথবা ভিসা ছাড়া ৯০ দিনের বেশি অবস্থান করলে এ ধরনের সাজা দেওয়া হয় দেশটিতে। সৌদি আরবেও সাজা হিসেবে বেত্রদণ্ড দেওয়া হয়।