স্থায়ীভাবে অপসারিত হলেন দিলমা রুসেফ

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট পদ থেকে স্থায়ীভাবে অপসারিত হলেন দিলমা রুসেফ। তার বদলে এ পদে আসছেন মাইকেল তেমের।

বুধবার ব্রাজিলের সিনেটে রুসেফের স্থায়ী অপসারণ নিয়ে সিনেটররা ভোট দেন। তাকে পদ থেকে সরাতে সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটের দরকার ছিল।

৮১ সদস্যবিশিষ্ট সিনেটে রুসেফের বিরুদ্ধে ভোট পড়ে ৬১টি এবং পক্ষে পড়ে ২০টি। এ ভোটাভুটির মধ্য দিয়ে প্রেসিডেন্ট পদ থেকে স্থায়ীভাবে সরতে হলো তাকে।

বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।

রুসেফের বিদায়ের মধ্য দিয়ে ব্রাজিলে ওয়ার্কার্স পার্টির ১৩ বছরের শাসনে ছেদ পড়ল। মধ্য-ডানপন্থি পিএমডিবির নেতা মাইকেল তেমের দেশটির স্থানীয় সময় বুধবারই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে।

প্রায় তিন মাস আগে রুসেফের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা হয় পার্লামেন্টে। সেই প্রস্তাব গৃহীত হয় এবং সিনেটে উত্থাপিত হয় ও পাস হয়। যে কারণে তিন মাসের জন্য সাময়িকভাবে ক্ষমতাচ্যুত হন রুসেফ। এরপর শুরু হয় বিচার প্রক্রিয়া। সেখানেও শেষ পর্যন্ত হেরে গেলেন তিনি। উল্লেখ্য, ব্রাজিলে প্রেসিডেন্টের অভিশংসনের পরিপ্রেক্ষিতে তার বিচার করা হয় সিনেটেই।

তবে রুসেফ বলেছেন, তিনি থেমে থাকবেন না। রাজনীতিতে থাকবেন এবং এ বিচারের বিরুদ্ধে আপিল করবেন। কিন্তু তাতে খুব বেশি লাভ হবে বলে মনে হয় না।