স্পিকারকে পাটের শাড়ি দেবেন প্রতিমন্ত্রী

সংসদ প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে পাটের শাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে এ প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।

আজ সংসদে পাট বিল-২০১৭ পাস হয়েছে। বিল পাসের আগে পাট খাতের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি পাটের গৌববময় ঐহিত্য ফিরিয়ে আনতে পাটকে বেশি করে ভালোবাসার আহ্বান জানান।

মির্জা আজমের কথা শেষে স্পিকার রসিকতা করে বলেন, ‘মাননীয় প্রতিমন্ত্রী, আপনারা পাটের সুতা দিয়ে শাড়ি তৈরি করছেন। এই শাড়ি আমাদের কাছে পৌঁছালে পাটের প্রতি ভালোবাসা আরো বাড়বে।’ এ কথা শুনে সংসদ সদস্যরা টেবিলে চাপড়িয়ে স্পিকারের চাওয়াকে স্বাগত জানান।

এরপর সংসদ সদস্যরা মাগরিবের নামাজের বিরতিতে চলে যান। বিরতির পর অধিবেশন শুরু হলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ পাট প্রতিমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আশা করি, আগামী ভালোবাসা দিবসে সবাইকে পাটের লাল শাড়ি দেবেন।’

কাজী ফিরোজের বক্তব্য শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা শাড়ি চেয়েছেন, আমরা বিজেএমসির পক্ষ থেকে কম্পোজিট জুট মিল করছি, আমাদের জুট মিল থেকে আমরা প্রথম যে শাড়িগুলো উৎপাদন করব, সেই শাড়ি আপনাদেরকে দেব।’

এরপর তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মাননীয় স্পিকার, আমরা আগামী ৬ মার্চ বাংলাদেশে প্রথম পাট দিবস পালন করতে যাচ্ছি। আমরা জাতীয় পাট দিবস উপলক্ষে নয় দিনের কর্মসূচি গ্রহণ করেছি। জাতীয় পাট দিবসের আগে আমাদের উৎপাদিত পাট থেকে যে শাড়ি হবে, সেটা আপনাকে উপহার দেব।’

প্রতিমন্ত্রীর এই প্রতিশ্রুতির পর সংসদে উপস্থিত নারী সংসদ সদস্যরাও সমস্বরে বলেন, ‘আমরাও চাই, আমরাও চাই।’