স্পিনিং কারখানায় আগুন লাগার ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে যমুনা গ্রুপের একটি স্পিনিং কারখানায় আগুন লাগার ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক শাকিল নেওয়াজ জানান, রোববার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) জহুরুল আমিন মিয়াকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা করা হয়।

গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম জানান, দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে যমুনা গ্রুপের একটি স্পিনিং কারখানায় আগুন লাগে। আগুনে টিনশেড ভবনটি ধসে পড়েছে।

আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমান, শিল্প পুলিশের পুলিশ সুপার সোয়েব আহমেদ, স্থানীয় কাউন্সিলর আহাদ আলী ও শাহনাজ আক্তার সাহেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।