স্পেনের কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসরণ করবে না কাতালোনিয়ারা

আন্তর্জাতিক ডেস্ক : কাতালোনিয়ার কর্মকর্তারা স্পেনের কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসরণ করবে না। স্বায়ত্বশাসিত বৈদেশিক সম্পর্ক বিষয়ক মুখপাত্র রাউল রোমেভা এ তথ্য জানিয়েছেন।

শনিবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে বরখাস্ত ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করার একদিন পর রাউল এ কথা জানালেন। স্পেনের পরিকল্পনার বিরুদ্ধে কী অবস্থান নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত দিতে মঙ্গলবার কাতালোনিয়ার পার্লামেন্টের অধিবেশন বসতে যাচ্ছে।

সোমবার বিবিসির রেডিওফোর অনুষ্ঠানে রোমেভা বলেছেন ‘ইউরোপীয় ইউনিয়ন এ ধরণের পরিস্থিতি (যদি ঘটে) কীভাবে সহ্য করবে? কীভাবে ইইউ’র গণতন্ত্র টিকে থাকবে এবং এটা যদি ঘটেই তাহলে তারা কীভাবে আস্থাযোগ্য থাকবে?’

তিনি বলেন, ‘ আমি আপনাকে যেট বলতে পারি, তা হচ্ছে , কাতালোনিয়ার জনগণ এবং সংস্থাগুলো এটা হতে দেবে না।’

তিনি জানান, এই অঞ্চলের জনগণ স্বাধীনতার পক্ষে যে ভোট দিয়েছে স্পেনের সরকারকে তার স্বীকৃতি দিতে হবে।’