স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্বাসের ভিত্তিতে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতি।

সোমবার ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি মো. মমিন আলী মিয়া এ কথা জানান।

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সভাপতি সাব্বির হোসেন মাসুদের সঙ্গে রোববার গভীর রাতে আমরা বৈঠকে বসি। আমরা যে ছয় দফা দাবিতে ধর্মঘট ডেকেছিলাম সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা ফলপ্রসূ হওয়ায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে রাতেই (রোববার রাত) আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।’

মো. মমিন আলী মিয়া বলেন, ‘গভীর রাতে বৈঠক হওয়ার পরেও ধর্মঘট প্রত্যহারের বিষয়টি সারাদেশে অ্যাম্বুলেন্স মালিক সমিতিকে জানানো হয়েছে। সকাল (সোমবার) থেকে আমরা বিষয়টি মনিটরও করছি। অ্যাম্বুলেন্স যাতায়াত স্বাভাবিক আছে।’

একই সঙ্গে তিনি ধর্মঘটে রোগীদের অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেন।

প্রসঙ্গত, ছয় দফা দাবিতে শনিবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ধর্মঘট ডাকে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতি। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সব ধরনের অ্যাম্বুলেন্স মালিক সমিতি।

ধর্মঘটের কারণ সম্পর্কে এর আগে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছিল, অ্যাম্বুলেন্সে অতিরিক্ত আসন, গ্যাস সিলিন্ডার ব্যবহার, নির্দিষ্ট রং ব্যবহার না করা, রোড পারমিট না থাকা এবং কালো গ্লাস ব্যবহার না করার কারণে পুলিশ তাদের হয়রানি করে। এর প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

শনিবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে এ ধর্মঘট পালিত হচ্ছিল।