স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সাক্ষাৎ

সচিবালয় প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক লেসি সুইং।

রোববার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের জন্য আইওএমের প্রতি আহ্বান জানান। বৈঠকসূত্র এ তথ্য জানায়।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত চৌকিতে সন্ত্রাসীদের আক্রমণের পর রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হয়। এ ঘটনায় বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সরকারের কাছে রোহিঙ্গাদের ওপর সশস্ত্র নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী, ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এখনো পর্যন্ত ৩০ হাজার রোহিঙ্গা গৃহহারা হয়েছে এবং বিভিন্ন বেসরকারি আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী, ২ শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ছাড়াও বিপুল সংখ্যক রোহিঙ্গা নারীকে ধর্ষণ ও তাদের ঘরবাড়ি লুটপাটের অভিযোগও রয়েছে।