স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মান্নান, সম্পাদক শাহজাহান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন ছাত্রলীগের প্রাক্তন সহ-সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

বুধবার রাজধানীর শাহবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

সহ-সভাপতি পদে প্রাক্তন উপাচার্য ড. এম নূরুল ইসলাম, প্রাক্তন প্রো-ভিসি অধ্যাপক ড. মুনিরুজ্জামান, অধ্যাপক মো. সাজিদুল ইসলাম, অধ্যক্ষ শাহাদাত হোসেন রানা, মুহাম্মদ ওয়াহিদুজ্জামান মিঞা, অধ্যক্ষ এস এম আকরামুল হক, শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, শাহে আলম, সামসুল হক প্রামাণিক নির্বাচিত হয়েছেন ।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান পান্না ও উপাধ্যক্ষ হরিচাঁদ মণ্ডল সুমন, সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক ড. মুশফিক এম চৌধুরী, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ এ কে এম মোকছেদুর রহমান, অধ্যক্ষ মাওলানা তেলোয়াত হোসাইন, অধ্যক্ষ শামছুল আলম, খোন্দকার মাহমুদ আলম, অধ্যক্ষ মো. সামসুল ইসলাম, ড. হোছামুদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, দপ্তর সম্পাদক পদে নারায়ণ চন্দ্র, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ নাসির উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক অধ্যক্ষ হাবিবুর রহমান, মহিলা সম্পাদক আকলিমা জাহান, আন্তর্জাতিক সম্পাদক মুজিবুর রহমান, ক্রীড়া সম্পাদক অধ্যক্ষ ভূইয়া আব্দুর রহমান, পাঠাগার সম্পাদক মোশারফ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অংকন সাহা, সেমিনার সম্পাদক উপাধ্যক্ষ মোশারফ হোসেন, আপ্যায়ন সম্পাদক অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, গণশিক্ষা সম্পাদক অধ্যক্ষ কাজী জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী, শ্যামলী নাসরীন চৌধুরী, অধ্যাপক ড. আলমগীর কবির, বিলকিস জামান, ইমাউল হক সরকার, জহির উদ্দিন, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ দিলওয়ারা ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ আশরাফুল আলম, এস এম মাসুম বাকী বিল্লাহ।