স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

শেরপুর সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাঁতীতে স্বামী সৈয়দুর রহমান ওরফে ফজু মিয়াকে হত্যার দায়ে স্ত্রী আছমা আক্তারকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে শেরপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আছমা আক্তার ঝিনাইগাঁতী উপজেলার রামেরকুড়া গ্রামের সৈয়দুর রহমান ওরফে ফজু মিয়ার দ্বিতীয় স্ত্রী।

আদালতের অতিরিক্ত পিপি ইমাম হোসেন জানান, ঝিনাইগাঁতী উপজেলার রামেরকুড়া গ্রামের সৈয়দুর রহমান ওরফে ফজু মিয়াকে ২০১৪ সালের ২৯ জুলাই রাতে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আছমা আক্তার তাকে কুপিয়ে হত্যা করে। প্রতিবেশীরা আছমাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় নিহতের প্রথম পক্ষের ছেলে হারুনুর রশিদ বাদী হয়ে ঝিনাইগাঁতী থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্ত কর্মকর্তা ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর স্ত্রী আছমা আক্তারকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আসামির উপস্থিতিতে আদালত আছমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আসামিপক্ষে অ্যাডভোকেট আবুজর গাফফারি মামলা পরিচালনা করেন।