স্বাস্থ্যক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেছেন, স্বাস্থ্যক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তবে সচেতনতার অভাবে স্বাস্থ্যে শতভাগ সাফল্য আসছে না।

বৃহস্পতিবার চতুর্থ পাবলিক হেলথ ফাউন্ডেশন ডে উদযাপন ও বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে।

সচেতনতা বৃদ্ধির জন্য বিদেশিদের কাছ থেকে ফান্ড নিলেও সেই সচেতনতার কাজটি তেমনভাবে করা হয় না- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘কোনো এনজিও যদি আমার ওপর কষ্ট পান, আমি কিছু মনে করব না। এনজিওগুলো যে পারপাসে বিদেশিদের কাছ থেকে ফান্ড নেয় সে পারপাসে তারা কাজ করে না। অ্যাওয়ারনেস তার মধ্যে অন্যতম।’

সচেতনতা সৃষ্টিতে মায়েদের অনেক ভূমিকা রয়েছে বলে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, এখনকার মায়েরা অলস হয়ে গেছে। এ সময় তিনি তার ছোটবেলা এবং বতর্মান সময়ের সঙ্গে তুলনা করে জানান, সাড়ে তিন মাইল হেঁটে কলেজে যেতেন। তখন ফজরের নামাজের সময় উঠে মা রান্না করে দিতেন। ভাত খেয়ে তিনি হেঁটে গিয়ে ট্রেনে চড়ে গাইবান্ধায় কলেজ যেতেন। আবার ট্রেনে চড়ে বাসায় ফিরতেন।

বর্তমান সময়ে মায়েদের অলসের বিষয়টি তুলে ধরে নিজের মেয়ের উদাহরণ দিয়ে বলেন, ‘সকালে দেখি মেয়েটাকে কিছু না খাইয়ে স্কুলে নিয়ে যায়। গিয়ে মেয়েকে ফাস্ট ফুড খাওয়ায়, নিজেও খায়। আমি বললাম মা, তোমার মেয়ে তো মোটা হয়ে যাচ্ছে। বলে, আব্বা কাজের লোকরা রান্না করতে দেরি করে। আমি বললাম, তুমি পারো না? তুমিও তো পারো রান্না করতে। আসলে ব্যাপার হলো মেয়ের সাথে মাও ফাস্ট ফুড খায়।’

একটু থেমে তিনি বলেন, ‘দিস ইজ রিয়ালিটি। উচ্চস্বরে বলেন, ইট শুড বি স্টপড। এটা অনলি আমার মায়েরা পারেন।’

ফজলে রাব্বি মিয়া বলেন, চিকিৎসা খাতের আরো উন্নতি করতে হলে, দেশের জনগোষ্ঠীর অনুপাতে চিকিৎসক সৃষ্টি করতে। বিড়ি, সিগারেট, জর্দা, সফট ডিঙ্ক, এনার্জি ডিঙ্ক এবং অ্যালকোহলের ওপর সিনট্যাক্স বসাতে হবে। সিনট্যাক্সের টাকা স্বাস্থ্যসেবায় ব্যয় করতে হবে। কোনো ফাস্ট ফুডের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে আইসিইউ করা হচ্ছে জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, সবাইকে স্বাস্থ্যসেবা দিতে চাইলে শুধু সেন্ট্রালি করলে হবে না। মফস্বলেও করতে হবে। কারণ ৬০ শতাংশ মানুষ গ্রামে বাস করে।

তিনি বলেন, বার্ন ইউনিট প্রত্যেক জেলা হাসপাতালেও করা যেতে পারে। তাদের সেবা দিতে আমাদের মনোভাব পরিবর্তন করতে হবে। সরকারেরও মনোভাব পরিবর্তন করতে হবে। সবার মাঝে সচেতনতা সৃষ্টিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রকাশক জাকারিয়া চৌধুরী ও বাংলাদেশে ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের উপাচার্য অধ্যাপক লিয়াকত আলি। মূল বক্তা ছিলেন, আইসিডিডিআরবির ডা. আফতাবউদ্দীন।

এছাড়া বক্তব্য রাখেন, পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মুজাহেরুল হক, প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. শারমিন ইয়াসমিন, চেয়ারপারসন অধ্যাপক ডা. ফাতেমা আশরাফ। সভাপতিত্ব করেন বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সমীর সাহা।

রাজধানীর চারটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা স্বাস্থসেবী হিসেবে অংশ নেন। একটি সুস্থ জাতি গঠনের লক্ষ্যে উদ্বোধনী অধিবেশনের পরে বৈজ্ঞানিক অধিবেশনে বিশিষ্ট স্বাস্থ্যবিদরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে, জনস্বাস্থ্যবিদ ও গবেষকদের সিঙ্গে অন্য স্বাস্থ্যবিদদের যোগসূত্র স্থাপন করা।