স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি

ঈদ সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এছাড়াও কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ঈদের বেতন-ভাতা পরিশোধে পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়ার আহ্বানও জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাজধানীতে একটি অনুষ্ঠানে এসব দাবি জানায় সংগঠনটির নেতারা।

তারা বলছেন, অফিস-আদালত, দোকানপাট, কলকারখানা থেকে শুরু করে সব কিছুই চলছে। রাস্তাঘাটেও মানুষের চলাচল রয়েছে। তাহলে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলতে সমস্যা কোথায়? এজন্য তারা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ওই মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে দেখাও করেছেন।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার জনসমাগম এড়াতে প্রথমে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে। পরে এ নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। তবে সে সময় সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানা, গণপরিবহন চালু ছিল।

এরপর সরকার ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে যায়, যাতে বন্ধ ছিল গণপরিবহন এবং দোকানপাট। কিন্তু দোকানপাট খুলে দিলেও এখন পর্যন্ত বন্ধ রয়েছে গণপরিবহন। সরকারের সর্বশেষ নির্দেশ অনুযায়ী, আগামী ৫ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে।